মাগো তুমি আসছো তাই
হৃদয় জুড়ে খুশির রোশনাই।
তোমার জন্য প্রহর গোনা
বাজে আমার এ প্রাণ বীণা।।

মাগো তুমি আসবে বলে
মাঠে মাঠে কাশফুল দোলে।
সাদা পুঞ্জ মেঘের আনাগোনা
ভোরের ঘাসে শিশির কনা।।

চারদিকে বাজে আগমনী সুর
সকলের মন খুশিতে ভরপুর।
প্রাণে আজ জেগে ওঠে হিল্লোল
কতোনা আবেগে আবেশে বিহ্বল।।

মাগো তোমার মোহময়ী রূপে
এ সংসার ত্রিভূবনে মুগ্ধ সবে।
মৃণ্ময়ী তুমি কৃপা করো সবে
ভালো রেখো হাসি কলরবে।।

এ ধরাধামে বেড়ে গেছে অসুর
জীবনের সুর বাজে আজ বেসুর।
অসুর নাশিতে দশহাতে দশদিকে
এসো বারেবারে এই মর্তের বুকে।।

অশুভ থেকে কেবল শুভ'র দিকে
আঁধার জগৎ থেকে শুধু আলোকে।
মৃত্যু থেকে চিরসুন্দর অমৃতের পথে
নিয়ে চলো মাগো তোমার জয়রথে।।

19th September, 2018
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরী।