(লিমেরিক)

🍁
নকল-ভেজালে ছেয়ে গেছে, বিকোচ্ছে সব সস্তায়
ওষুধটা অন্তত দেখে কিনিস, নইলে সোজা চিতায়।
ভেকধারী আনাচে কানাচে
মাপছে তোকে আগে পিছে
ছায়ার অঙ্ক মিলিয়ে দেখিস, যে হাঁটছে পাশে রাস্তায়।

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১০|০৫|২০২৩