🍂
মনে পড়ে একটা বাড়ির ঠিকানা।
বিকেলের রোদে ছায়া-ছায়া মায়াময় ঘর
সেখানে একটা গ্রাম আছে নদীর ধারে
মাঠ ঘাট প্রান্তর, চেনা-চেনা মানুষের মুখ
আজও ভালোবেসে জড়ায় বুকে
কথার পিঠে কথা বলে, শুধায় ভালো-মন্দ।
যত দূরেই যাই...
সাথে সাথে হেঁটে চলে দুচোখের স্বপ্ন-মায়া
মায়ের দুটি স্তনের মতো, জননী ও জন্মভূমি!

🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৩|০৬|২০২৪