🍁
একসময় লিখেছি রৌদ্রের কথা
অনেক লিখেছি জ্যোৎস্নার কথা।
অথচ, —
লেখা হয়নি জ্যোৎস্নার নিমগ্ন নীরবতার কথা
লেখা হয়নি কথার ভিতরে না-বলা কথা।
জন্ম ও মৃত্যুর মাঝখানে বেজেছিল এক সেতার মনের ক্বচিৎ অভিলাষে...
বড্ড দেরি হলেও, কথা দিলাম—
লিখব এবার, মনের মানসীর কথা..!
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৭|০৪|২০২২