আমি এসেছিলাম ভালোবেসে
খুব চেয়েছিলাম তোমায় পাশে
তুমি ছিলে প্রেমের ছদ্মবেশে
আমি ফিরে আসি আমার পথে!
প্রেমের পদ্য চাওনা তুমি
গদ্যে ভরা তোমার ভূমি
পাইনি খুঁজে আমার তুমি
ছিলে তুমি তোমার গতে।
আমায় অবহেলা করেছিলে
জোয়ারের পর ভাটা এলে
নদী ফেরেই সাগর-জলে
আফসোস তাই শেষ বেলাতে!!
27th January, 2019
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র।