🍁
ফেলে আসা রাত
এখনো ছায়াখেলা খেলে ঘুমের ভিতর
আঠালো স্বপ্নের মায়ায়
জানি, ভালোবাসারা উড়ে গেছে কবে
রাতের আঁধারে যন্ত্রণা ছড়িয়ে
টুকরো টুকরো কণা হয়ে পতঙ্গের মতো
সমস্ত স্বপ্নের দরজাগুলো খুলে রাখি আজও
হৃদয়ের নিচে উদরে ভালোবাসার আলো জ্বেলে
উড়ে বেড়াই জোনাকির মতো
পথ হারিয়ে যদি আসো কোনোদিন
পবিত্র নিশাচর প্রাণীটির মতো
রাতভর তোমার চঞ্চুতে ঢেলে দেবো
বাসি অক্ষরে টাঙ্গিয়ে রাখা
অকারণ বুঁদ হয়ে থাকা কবিতার অভিমান
ফেলে আসা রাতের আমার সবটুকু বিবর্ণ অতীত!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০৮|০৭|২০২০