পড়ন্ত আলোর সেই সেদিন
মনে পড়ে নিশি দিন
গোধূলির রঙ নিয়ে এসেছিলে
মন করেছিলে রঙিন!
ছিলো দখিনা বাতাস শন শন
বকুলের গন্ধে মগন
উদ্দাম উদ্ভ্রান্ত যৌবনের মৌ-বন
মন আনচান উচাটন!
কাল ঝরেছিলো কিছু বৃষ্টি
হয়েছিলো কতো অনাসৃষ্টি
শিকারী মন জানালায় বসে
পাতে ফাঁদ মায়া-দৃষ্টি!
পড়ন্ত আলোর সেই সেদিন
প্রথম-দেখা মুখ সৌখিন
হৃদয়-পারে ঢেউ তোলপাড়
আজও মন হয় বেদুইন!
12th October, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।