আজ ভাইফোঁটার দিনে,
সম্পর্কের বন্ধন মধুর, দৃঢ় ও মজবুত হোক, ... ভাই আর বোনে
মৃত্যুকে হারাতে ধূপ, দীপ জ্বেলে বোনেরা থাকে উপোষে
দূর্বা-ফুলে, চন্দনের ফোঁটায়, প্রেমের বন্ধনে, আশীষে!
শাড়ি, সোনা-দানা, কতোকিছু উপহার দিয়েছি তুলে বোনের হাতে
পেরেছি কি আজও, তাদের মান-সম্ভ্রম হানি থেকে বাঁচাতে?
ফেরাবো যেদিন, বোনেদের মান-সম্ভ্রম নিয়ে বাঁচার অধিকার
ভাইয়ের কপালে, বোনের হাতের ফোঁটা নেওয়ার ...
সেদিন সেটাই হবে, .... সত্যিকারের আসল উপহার!
29th October, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।