আবার যদি দেখা হয়,
তোমার সাথে....
এই চলমান পৃথিবীর গতিপথে
শূন্য পাঁজরে হতাশার রাতে
সেই চির চেনা ভাঙাচোরা ফুটপাথে...
দু'জনে হাঁটতে চাই পাশাপাশি একসাথে।
কুয়াশার স্রোতে ভেসে কারা যেনো উল্লাসে মাতে
নির্বিকার হেঁটে যাবো নির্ভয়ে, এই সন্ত্রাসের রাতে...
আকস্মিক ঘুম ভাঙা নিশুতি রাতে
অস্থির শুনশান ফুটপাথ রক্তে ভাসে
ধর্মের গান ভাসে বারুদের গলিপথে!
আছি অপেক্ষায়, আবার যদি দেখা হয় -
নেভানো বাতির পাশে, গলিপথে অন্ধকারে...
দেখতে চাই,... আমার রক্ত-করবীর মুখ
নতুন ভোরে,... এক মায়াবী রোদ্দুরে...!!
29th March, 2019
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র।