একটা ভেজা সকাল
বৃষ্টিভেজা সকাল
কত আশা ভরসা
প্রাণের বুক জুড়ে অনন্ত পিপাসা
রয়ে গেছে চিরকাল, অনাদি অনন্তকাল..!

আকাশের মুখ ভার
জমেছে বিস্তর দুস্তর কালো মেঘ
যেন নিটোল কাজলকালো মেয়ে
অভিমানী বুকে জমে বাষ্প ধীরে ধীরে
খেয়ালি বৃষ্টি অঝোর ধারে
শ্রাবণ হয়ে ঝরে অবশেষে!

একটা ভেজা সকাল
মাঠ প্রান্তর মাটিভেজা সকাল
কত বনানী হয় পল্লবিত সবুজ প্রাণবন্ত
কতশত বীজ হয় অঙ্কুরিত!

একটা ভেজা সকাল
একটা বৃষ্টি ভেজাসকাল
আদ্যোপান্ত ভিজিয়ে দেওয়া সকাল
নিয়ে আসে পোড়া বুকে জোয়ারবেলা
তখনই মরা-মজা নদী হয় বেগবতী
গাছেরাও হয় ফলবতী
শেকড় ভারি হয়ে নেমে আসে মাটির গভীরে
মায়ের ভেজা নরম বুকে প্রাণরস আহরণে..

বেঁচে ওঠে মুমূর্ষু প্রাণ..
বেঁচে যায় তোমার সৃষ্টি,.. তোমার সৃজনী!

10th August, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।