🍁
তোর সাথে রথ দেখতে যাব
রথ দেখার সাথে কলা বেচা?
নাই-বা হলো—
এক পশলা বৃষ্টি এসে আদ্যোপান্ত ভিজিয়ে যা!

🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২০|০৬|২০২৩