সকালের রোদ মেখে কৃষিকাজ সেরে
ফোটানো ভাত খেয়ে ভাতঘুমে ডুবে যাই।
ঘুমের ভিতর স্বপ্ন দেখি, স্বপ্ন এক ঘোর,
মায়া ঘোর,.. রঙিন কিছু প্ররোচনা ঘিরে থাকে!
সেই প্ররোচনা আমাকে টেনে নিয়ে যায়
আর এক ক্ষুধার কাছে, যেখানে
হৃদয়ের ভাত ফুটছে বেদম টগবগ করে!
রোদ,..প্রেম,..ক্ষুধা,..আগুন..
একে একে সবাই অগ্রসর হতে হতে;
এক সময় এক সরলরেখায় সমাপতন ঘটে।
এ আমার একান্ত জীবনের,
'এক সরলরৈখিক জ্যামিতিপ্রয়াস'!
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০৩|০৩|২০২২