*(আন্তর্জাতিক নারী দিবসে)*

🍁
আরও অনেকটা দীর্ঘ পথ..
মানিয়ে নিতে নিতে ওরা তবু হাঁটছে
দৌড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে
নিত্যযাপনের পাওয়া, না-পাওয়ার কষ্ট চেপে
নিয়ম, অনিয়ম, পরাধীনতার শৃঙ্খল ভেঙে
সার্থকতা, ব্যর্থতা, না-বলা কথার মাঝে
প্রেম-নজরের আড়ালে শরীর ছুঁয়ে যাওয়া হাত
অঙ্গ-প্রত্যঙ্গে, দেহের আনাচেকানাচে
দূষিত তীক্ষ্ণ শ্যেনদৃষ্টির আনাগোনার ভিতর
জখম হয়ে যাওয়া দেহাংশ সযত্নে আগলে
নারীত্বের সহজাত শারীরিক ক্লেদ-ক্লান্তি
ঋতু-বেদনা, গর্ভযন্ত্রণা, প্রসববেদনায়
অশুচি, অস্পৃশ্যতার আঁতুড়ঘরের দুঃস্বপ্নে
ধর্মীয়, সামাজিক বিধিনিষেধের নিক্তি মেপে মেপে
মানিয়ে চলা নারীত্বের অন্তিম সীমানা পেরিয়ে
ওরা তবু হাঁটে, —জ্বলতে জ্বলতে, মরতে মরতে
সহনশীলতার পরাকাষ্ঠা হয়ে, জীবন্ত লাশ হয়ে
ওই তো ওরা হাঁটে,.. হেঁটে চলেছে সদলবলে..
রণরঙ্গিণী আদিশক্তি হয়ে
সমানাধিকার, নারী স্বাধীনতার লক্ষ্যে—
পথে বৈষম্যের কাঁটা, —আরও অনেকটা পথ বাকি…
🍁

টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ৮ই মার্চ, ২০২৩