সাম্প্রতিক একটি ভাইরাস নিয়ে

সরকারি তথা নানা মহলে জোরদার সতর্কতা

মারাত্মক 'মৃত্যু ফোবিয়া' মানুষের মনের অতলে

এই বুঝি মটকে দিল সাধের ঘাড়

আদ্যিকালের সেই প্রাচীন শ্যাওড়াগাছের তলে!

পুলিশ, স্বাস্থ্যকর্মী, কবি-সাহিত্যিকদের মুখে মাস্ক

পকেটে পকেটে দামি 'ব্র্যান্ডেড স্যানিটাইজার'

কঠোর নিরাপত্তার গোপন পাসওয়ার্ড

ডাবল, ট্রিপল 'প্রিকশনারি ডোজ' নিয়েও

মন্দিরে মন্দিরে, গির্জায় পুজো-প্রার্থনা—

হা ঈশ্বর, এ যাত্রায় বাঁচি যেন, সকরুণ আর্জি

ঈশ্বরের 'টাওয়ার সিগনাল' বড়ই ক্ষীণ

যদিও সবাই লাগিয়েছে— সিম, 'জিও-ফোর জি'!

ঈশ্বর অবশ্য মাঝে মাঝেই বার্তা দেন নিদারুণ..

"আপনার মেয়াদ শেষ হয়ে যাবে খুব শীঘ্রই,

এখনই রিচার্জ করুন"!



টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ১৫|০১|২০২২