হেমন্ত নিয়েছে মুক্তি
এখন জানলা দিয়ে শীতের আসা যাওয়া
পোড়া কাঠের ধিক ধিক জ্বলা আগুনে
হাত সেঁকে একটুখানি 'ওম' চাওয়া!
বেড়ার ঘরে চাটাইয়ের ফাঁকে ছেঁড়া কাঁথায়
কুয়াশা-মাখা হাড় হিম করা শীত ঢুকে পড়ে
শীত আমাদের ফি-বছরের সই...
এমনি করে দশক পেরোয়
বাঁচার মতো বাঁচার অধিকারে
আমাদের মুক্তি কই?
একদা টগবগে সেই যুবক
যৌবনের উন্মাদনায় করেছে কতোকাণ্ড
আজ তার নুয়ে পড়া মেরুদণ্ড!
পাঁজরে পাঁজর ঘষে বাঁচার স্বপ্নে বিভোর
বুকের মধ্যে জাগে একটু স্বপ্নের স্ফুলিঙ্গ
একটু...একটুখানি 'ওম'-এর আশায় এ-মন!
শীতের পর শীত যায়
দশকের পর দশক পেরিয়ে যায়...
তবুও, আছি অপেক্ষায়
একটুখানি 'ওম'-এর আশায়...
হবে কি আশার স্বপ্ন-পূরণ!!
21st January, 2019
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরী।