এক টুকরো আলো,
প্রগাঢ় অন্ধকার ভেদ করে
আমার মুখে এসে পড়ে,
মুখমণ্ডলের গাঢ় কালিমা
শুষে নিতে নিতে উদ্ভাসিত হয়
এক জাগরণী মেধাবী আলো!
ধীরে ধীরে সেই অপূর্ব আলো
হৃদয়ের অন্ধকার উপত্যকায়
এক প্রাণের জন্ম দেয়,
শরীর জুড়ে প্রবাহিত হয়...
জীবনের এক ছন্দময় জল-তরঙ্গ,
বেঁচে থাকার এক উত্তাপীয় অনুভূতি!
27th January, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।