🍁
একটা মৃত্যু—
সমস্তকিছুর মধ্যে মৌনী আকারে বাতাসে ভাসে
ডুকরে ওঠা অথবা হাউ-হাউ কান্না
গায়ে হিম ধরানো দীর্ঘশ্বাস, হা-হুতাশ
তারই মাঝে চেরি-ব্লসম্ পুষ্পসমাবেশ..
একটা মৃত্যু—
হৈচৈ, নিউজপেপারের হেডলাইন
ইলেকট্রনিক মিডিয়ার ব্রেকিং নিউজ
নানান এঙ্গেলে ক্যামেরার ফ্ল্যাশ
অকুস্থলে গোয়েন্দাগিরি, পুলিশের আনাগোনা
খোঁজা হয় ক্লু, মোটিভ, সাক্ষীসাবুদ
ডেডবডি মিছিল, রাজনৈতিক রংয়ের ছোপ..
একটা মৃত্যু—
কানে ভেসে আসে রজনীগন্ধা, ধুনা গন্ধধ্বনি
নাকের ঝিল্লিতে ঝাঁঝালো বিকার ধাক্কা খায়
এরই মাঝে ব্যস্ত মৌমাছিদের বিবিধ গুঞ্জন
ঝোপের আড়ালে উঁকি মারে বহুচক্ষু বোলতার চাক
কাঁটাগাছের মাথার উপর মাথা উঁচিয়ে গিরগিটি
শুনছে চুপ, মাপছে কিছু..
মুহূর্তে রঙ বদলে নেয় নিজস্ব স্বভাবগুণে
কিছু অভিনয়পটু সখীদের ছিনালি-আনন্দ
ওদিকে তিরিক্ষি মেজাজ কিছু বিছুটিপাতার..

একটা মৃত্যু—
নৈঃশব্দ্যলিপির ভিতর
আমরা খুঁজে চলি আমাদের বেঁচে থাকার
সাজানো স্তবকের মধ্যবর্তী অঞ্চলের
হারিয়ে যাওয়া, —সেই ‘মিসিং লিংক’..!
📌
টালিগঞ্জ, কোলকাতা।
১৬|১২|২০২২

🍁