🍁
তেজী বাঘগুলো সব ঘুমিয়ে পড়ে আছে
শোনা যায়— নাবাল ঘাসের জমিতে
কেউ নাকি কবে ছড়িয়ে দিয়েছিল আফিম
আর সবাই জানি যে, ছাগলে কী না খায়!
আফিম সমেত সেই ঘাস এখন দেদার খাচ্ছে
হতভাগা হ্যাংলা লোভী ছাগলের দল
সবুজ ঘাস খেতে খেতে বয়ে চলে চলনের ঢালে
চেতনার রসদ ফুরোলে ঝরে যায় দেহ থেকে
ক্রান্তদর্শী প্রজ্ঞার স্নায়বিক সংকেত
ভণ্ডুল বাতাসে উড়ছে অন্ধপ্রজননরেণু…
উৎস হারিয়ে ফেলা বিক্রমী রয়েল বেঙ্গলও
গতিপথ ভুলে মিশে যায় গোবেচারা ছাগলের দলে
হরিণ ছেড়ে সেও খায় নেশা-টোপ ঘাস
বাঘগুলো ঘুমোচ্ছে দিব্যি ঘাসের শ্বাস বুকে নিয়ে…
বিপ্লবী বাঘ আজ ঘাসের আড়াই চালে মাত!
🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৩|০৭|২০২৩