*** ( কবিবন্ধুগন – অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আজ আমার
*** ৫০ তম কবিতা “ তালাক ” উৎসর্গ করলাম সব মুসলিম মহিলাদের ও মেয়েদের ।****
নারী- দিবশ, নির্যাতন , ধর্ষণ ইত্যাদি নিয়ে কত শত প্রতিবাদী লেখা চলছে । আমি ধর্ম বিশ্বাস করিনা । তালাক মুখে বলে যে মহিলাকে অমানবিক লাঞ্ছনার অন্ধকূপে ছুড়ে ফেলা হল, আমার কবিতা “ তালাক” তাই শুধু আবেদন,
সকল মুসলিম মা ,দিদি,কাকী,মাসি,পিশি ও ছোট বোনদের কাছে- ' আপনারা জাগুন , আপাতত !' )
==================================
--------------------------------------------
তালাক তালাক তালাক ,
স্বামীর মুখের তিনটি শব্দে ‘ ফতেমা ’ নির্বাক ।
শব্দ তিনটি উচ্চারণেই- বারবছরের বিবাহ-বন্ধন গেল ছিঁড়ে-
ফতেমারা হারিয়ে গেলেন অভাগিনীদের ভিরে ।
ফতেমার সাথে বঞ্চিতা তিন কন্যা সন্তান ,
জরিমানা দেওয়া পিতার অসাধ্য-
ফতেমাকে তালাকের শাস্তি দান ,
সালিশি সভার বিধান- দিলেন প্রধান ।
নিয়ম কানুন আছে অনেক শরিয়ত ‘ কাবিলনামায় ’,
বিবাহ বিচ্ছেদের বিধিগুলো, ফতেমাদের-
কেউ কখনো কী জানায় ?
সালিশি সভায় অবাঞ্ছিত নারীর আইনের অধিকার ,
বিচ্ছেদের পর আর্থিক নিরাপত্তা - থাকবে কী ফতেমার ?
তালাক ছাপে ফতেমা খাতুন পাবেন কী সুব্যাবস্থা- সুরক্ষার ?
তালাক পেয়ে এসব প্রশ্ন মনে জাগে ফতেমার ।
বিবাহ ও বিচ্ছেদের নিয়ম-কানুনের
তালিকা জরুরী মেয়েদের দরকার ,
নিয়ম জানার সচেতনতা-
ফতেমারা কোরবেন প্রচার ।
একটা ‘নিকাহনামা ’ হোক না লেখা
মেয়েদের সুযোগ-সুবিধা দেখে ,
আইন মেনে বিচ্ছেদ হোক- শুধু আদালত থেকে ;
‘ তালাক ’ শব্দটা যেন-বিচ্ছেদ না বোঝায়
অমানবিক স্বামীর মুখে মুখে !