কবিতা তুমি কার ?
কবির স্রিষ্টীতে কী তুমি সবার ?
হ্য়তো বা যার সাথে ঘর করো শুধুই তার !
স্রশ্টারে কি পরে মোনে -
নাকী কন্যাদায়গ্রশ্থ পিতার মতো-কবি,
কুন্ঠিত সঙ্কীত আপন মোনে ,
তোমার পরিচয়ে এক কোনে !
কবিতা , তুমি কি যানো কবির যন্ত্রণার দিন গুলিরে-
কত নিশী জাগরণে ,
রক্ত ক্ষরনের চোখের জলে -
ছন্দে র হাহুতাস বারেবারে !
কবিতা , তখন তুমি কবির মনের ঔরসে ,
তিল-তিল কোরে গরিছে তোমারে ,
স্রিস্টীর সুখে কবি-
মুক্ত্তোরে রেখেছিলো
স্নেহমখা ঝিনুকের আব্ডালে ;
কবিতা , শুধুই তোমারে !
কবিতা , কত-শত সম্পদে ভড়া তোমার হ্রিদয়-
ক্লান্তীরে মুছে ফেলো যেনো তরুর-ছায়ায় !
ব্যাথীত বেদনা ভোলে ,
বীদ্রোহে ওঠো জ্বোলে ,
প্রেমেতে প্রেমের মায়াজালে-
নানারূপে দাও ধরা সকলের দলে ;
কবিরে ভেবেছো জল ,
মরাল-কবিতা যেন ভাসে শতদলে !
তোমার ভালোলাগা ,ভালোবাসারে রেখেছো অন্তরে ,
ভালো লাগে যার - আনন্দ দিয়েছো তারে ,
একাকী নিভ্রীতে কবি -
ভালোবেসে কবিতারে-
নিবেদিত কবির অশ্রুজল শুধুই কবিতারে !!