মসা আমার , ওরা সবার,
বাচী ওদের নিয়া ,
ওরাই বিলোয় বীনা মুল্যে ডেইঙ্গী- নীমুনিয়া,
কান্দে মসা সারা দিনই সবার কানের কাছে ,
রক্তো চেএ ঘুরে বেরায়
মোদের পীছে পীছে !
যতোই ওদের তারাই তবু যায় না কভু ছেড়ে ,
সারা জীবনের সাথী ওরা,কী হবে ওদের মেরে ?
ওদের চুম্ব্নে যখোন মানুষ রোগে পড়ে ,
ডাক্টারবাবুরা তখন ভালই ব্যবোসা করে !
নাতুন নতুন ওষূধ তখোন বাজারে আসে ,
এসব কিছু হোচ্ছে কেবোল মসাদের পেলে পাসে !
তাই বোলছী এসো সবাই মসাদের বাচাই ,
অকারনে মসক হত্যার বিচার আমরা চাই !!