দাদী এক দিন চোরল গিএ
দাদুর ভাঙ্গা সাইকেলে,
সারা দিন ঘুরবে গঞ্জে
ফিরবে বারি বঈকালে !
পেডেএল মেরে দাদু বলেন
ধোরে থেকো আমায় ,
নড়াচড়া কোরলে সিধা পোরবো
, গিয়ে নালায় !
সাইকেলে বসে দাদু নিজেকে
উত্তামকুমার ভাবেন,
পেছোনে বোসে আছে তার সুচীত্রা সেন !
সপ্তপদী র গানের কলি
" তুমি বলো তুমীঈ বলো" ,
দাদী বলে "নাগর-আমার, সামনে দেখে চলো "!
এমোন সময় শব্দ্য হোলো ঘ্ট-ঘটাং- ঘটাং ,
সপ্তপদী র দাদা -দাদী মাটীতে চীত - পটাং !
দাদী পড়ে দাদুর ওপর,
র্দাদু র জেনো কাটছে না ঘোড়,
দাদী কে জড়ীএ থাকলো পোড়ে !
দাদী ভাবে কাজ নেই আর ঈ ভাঙ্গা সাইকেলে চোড়ে !