মন্দাধরী-very sorry ,
চোলে গেল বাপের বাড়ী,
রাবন নাকী অত্যাচারী ,
আইন আদালত কোরট-কাছারী ,
অবশেষে আদেশ জারী ,
হল ওদের ছারাছারী ,
মন্দু এখন মুক্ত নারী ,
থাকে সে বাপের বাড়ী !
মান্দু বলে বদ গুণের রাজা হোলেন রাবান ,
বৌ থাকতেও করেন উনি নারী- অপহরন ;
শরীর নয় তো শয়তানের বাসা ,
বদ অভ্যাসে পুরো ঠাসা ,
বৌ এর জন্য নেই কোন ভালবাসা !
রাবন রাজার দশটি মাথা ,
হাত- পা দুটো দুটো ,
বিশটি কোরে চোখ ও কান ,
বিশটি নাকের ফুটো !
মান্দাধরীর রাতকাটে রোজ কানে তালালেগে,
নাকের ডাকে রাবন যেন দশটি কামান দাগে ;
হুলোকে বাগে পেয়ে যেন মেনী
কামড়াচ্ছে রেগে-রেগে !
মুখের ভেতর দশটি বিশাল লক লকে লোভী জিভ ,
খাওয়া খেয়েই , রন্নার ত্রুটি ধোরতে উদগ্রীব !
তিনশ কুড়ি দাতের পাটি
যেন কিছু মূলর আটি-
সদাই কিড়-কিড় করে,
সকালবেলা দাত-ঘ্সান-মাজান
দশ পালোয়ান চাকরে !
বিশটা কানে বন্ধুরা সব কুমতলব ঢালে ,
রাবন তখন ফোয়ারা ছোটায় দ্শ-মুখো গালাগালে !
এমন স্বামী থাকলে কারো - হ্য় তার স'রব্ব্নাশ ,
এক বছরেই বৌ-এর হারে গজাবে দুব্বো-ঘাস !
তারপরে রাবন এক নারী পাচাড়কারী ,
রাবন আর সীতাদেবীর প্রেমর কেলেংকারী !
পড়কীয়া কোরছে রাবন অশোকবনে গিয়ে,
নানা প্রেমের গানের তালে
নাচে সীতাকে নিয়ে !
এমন পতীর সঙ্গ ছারি-
বিচ্ছেদ পেলো মন্দাধরী !
রাবন ভাবে এটা খুব বারাবারি-
হনুমানটাই শয়তানের ধারী ,
ও ই কোরেছে মান্দুর দুকান ভাড়ী !
আইনের প্যেচে পোড়ে রাবন -
করে রাগে ফোস-ফোস ,
আজীবন গুনতে হবে
মন্দাধরীর বিশাল খোর-পোষ !
মন্দাধরী- মুক্ত নারী-
জীন্স পরে সে , ছেরেছে শাড়ী ,
দিল সে বিদেশ পারী ,
চড়ে এখন লাল-ফারারী !!!