পদে পদে তাদের বিশ্বাস অবিশ্বাসে বদলে যায়
তবুও ফের বিশ্বাস অপরের প্রতি।
বিশ্বাসের প্রগল্ভতায় ক্লান্ত বিদ্ধস্ত শরীর এলিয়ে দিল লাইনের ওপর।
যে দুটি পা এর ওপর নিরন্তর ভরসা ছিল একদিন
মুহুর্তেই উড়ে গেল।
হৃদয় ব্যাকুলতায় অস্থির।
চল্লিশ কি.মি. লাইন ধরে ধরে এগিয়েছে দুটি পা ওরঙ্গাবাদের অভিমূখে।
প্রিয় গ্রাম প্রিয় শহর প্রিয় পরিবার তখনও মুখিয়ে।
আর মাত্র কটা দিন।
এরকম ক্লান্তির রাত বহুবার কেটেছে পাথর খাদানে চূর্ণ পাথরের ওপর।
এখানেও রাতে ক্লান্তি ঝেড়ে নেয়া যাক।
বড় বিশ্বাস!!!!!!
তাই লাইনের উপর একে একে সবাই নেতিয়ে পড়ল।
আর উঠল না জেগে তাঁদের ষোলোজন সহযাত্রী।
গোটা পৃথিবীর শ্রমিক ওঁরা।
শ্রমিকের রক্ত যেটুকু হিসেবের খাতায় লেখা
পরিবার গ্রাম শহরের জন্য তা ছড়িয়ে ছিটিয়ে আছে লাইনের ওপর।
শ্রমিকের পোটলা থেকে বেড়িয়ে আসা কয়েকটি রুটি লাইনের চারপাশে যেন ঝলসানো চাঁদ।
দরদী শ্রমিকের চোঁখে তাঁর হাড়ভাঙা খাটুনির প্রতীক।