খোকা

বাবা বলেছিল পুজোর বোনাসে ভালো পেন্সিল নিয়ে আসবে
বাবার কম্পানিতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে শ্রমিকদের জন্য
বাবা তো নিজেই পেন্সিল শ্রমিক তাই!
ঘুমন্ত বুকের ওপর দিয়ে চলে গেল গাড়ী
রক্তে রাঙা কাটা হাতটিতে রক্তে রাঙা কাগজে মোড়া একটা পেন্সিল
তাতে পেন্সিলে লেখা বাবার শেষ শব্দটি 'খোকা'।


আমার রক্তে শ্রমিক


হঠাৎ লকডাউনে ওদের মাথায় বজ্রপাত
ওরা পরিযায়ী বিহঙ্গ নয় ওরা শ্রমিক।
আমার খাবার টেবিলের সুসজ্জিত ডিসে শ্রমিকের রক্ত মিশে আছে।
চালের বস্তায় প্রিন্টেড পান্জাব রাইস মিল,
তবে কি ওটা পরিযায়ী চাল?
না না তা হবে কেন?
রাইস থেকে বয়েল্ড রাইস, কমপ্লিট চেন্জড্
তার ওপর জি এস টি আমার
জল গ্যাস লেটেন্ট হিট সব আমার
রাঁধুনি আমি আমার শ্রম আমি পরিযায়ী নই।