পরিযায়ী তকমায় পৃথক কেন ওরা?
না ঘরকা না ঘাটকা ওরা?
হে পৃথিবী হে মাতা আর নিষ্প্রাণ কম্পিউটার!
মানব মানবীরও কত মূল্য আছে মানব-মানবীর জগতে। তুমি আধুনিকতার শিরোপা পেলে শ্রমিকের রক্ত হাঁড় মেদ বিপণন করে,  
হায়, ওরা আজও আধুনিক হল না!
জঙ্গল হয়েছে গ্রাম, গ্রাম হয়েছে শহর,
আর শহর হয়েছে নগর - ওরা থেকে গেল আদিমতায় -  কোনো এক নিভৃত জঙ্গলে,
পরনে ঝরাপাতার পোশাক - ছোট জঙ্গল বড় জঙ্গল এপার ওপার,  
মেদ ও রক্ত  নিয়ে বাড়বাড়ন্ত আধুনিক সমাজ।