নিজ স্বার্থে দুর্গা সরস্বতী লক্ষী নামে নারীর ব্যবহার
ঘরে ঘরে কন্যাভ্রূণ হত্যার সমাহার
গোত্র ও পদবীও রাখার নেই কোন অধিকার
নারী দিবস পালন সে পুরুষের কোন অধিকার?
করাতে কাটো লিঙ্গবৈষম্য
নারী হয়ে উঠুক সমাজে সমান সমান
ভ্রুণ হত্যা থেমে যাক
তুলে ফেলো সিঁড়ির সেই ধাপ
ধর্মের নামে ধারালো স্রোতে ভাসে নারীর মর্যাদা।
ধর্মের স্রোতে ধুয়ে যায় নারী সম্মান
আচারে বিচারে হাত ধোয় পুরুষ
মাইলফলকে ফোটায় নাম তার
ভাইফোঁটা আছে শিব পূজা আছে করওয়াচৌথ চাঁদ হাসে ঝালনির ফুঁটোয় ফুঁটোয়
নারীর রাস্তায় নিত্য সংকোচ
ঘোড়সওয়ার পড়ায় নাল তার পায়
সুন্দরী সুশীলা তাই রমণীয় তকমা মাথায়
পুরুষকে সঁপে কন্যা বাজারদরে চৌমাথায়।