মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যাই
দিশাহীন ঘন অরণ্যে আমি
মানুষের শুধুমাত্র হাত-পা নাড়াচাড়া অনর্থক
মূক কিংবা বধিরের মত
কিংবা হাজার হাজার বছর ধরে জবুথবু বসে আছে যে শিলা পাহাড় তার মত
হয়ে গেছে সব।
ঝর্ণার স্রোতে যে নুড়ি কাঁকর
পাহাড়ের গায়ে লেগে থাকা বাদামি কালো শ্যাওলা
তার বুনো গন্ধ ভেসে আসে সেই জলে মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যায় তাই।
কোন দিকে দাঁড়াই কোথায় দাঁড়ালে সুস্থতার ছায়া আছে বৃহৎ বটগাছের মত
ভাবতে-ভাবতে ছাদের কার্নিশে নিজেকে খুঁজি
নিজেই নিজেকে খুঁজি আমি কোথায়,
সত্যিই আমি কি সেই যাকে যত্নে লালন পালন করেছে ভালো শিক্ষা, ভালো পোশাক, ভালো আদর সবকিছু দিয়ে কোন খামতি ছিল না যাতে।
মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যাই
বিভ্রান্ত হতে হতে বিধ্বস্ত হয়ে পড়ি শ্রমিকের হাতুড়ির মতো।