একটা একটা দরজার কপাট খুলতে খুলতে ক্রমশই এগিয়ে যাওয়া,
যতই জট খুলে অম্বরের নীলাভ হারিয়ে যায়,
আমাদের চেতনার গতি দ্রুতগামী হয়,
পৃথিবীর গতি যেন তখন ম্রিয়মান হয়ে পড়ে;
ধর্মের পৃথিবী ভেঙে চুরমার হয়ে যায়,
ফিকে হয়ে যায় জীবনের সব গতি,
উদ্ভ্রান্ত সব দানবীয় আধারের সমাহার,
আমাদের সর্বশক্তি কালজয়ী সূর্যের তীব্র প্রভাব;
আমাদের খোঁজের একি এ-কোন্ উৎসব মহাজাগতিক!
তোমার অস্তিত্বের বিকাশে আর এক অস্তিত্ব ইভেন্ট হরাইজন!
যদিও বৎসরের প্রান্তে নব-নব জীবনের উত্তরণ,
সমুদ্রে নেমে আসে জীবনের অজস্র আনন্দের জোয়ার,
নোনা-জল, নীল-জল, নীলাকাশ, নীলকান্তমণি, নীললোহিত
কোথায় সব?
আলোকের গতিপথ যেখানে স্তিমিত,
সাদাকালো, উত্তাপ, গতি সব নিরুদ্দেশে ধাবমান।
মহাজাগতিক আলোড়নের উল্লাস
ফেটে পড়ে মাৎস্যন্যায় প্রবৃত্তির উপাখ্যান,
বৃহৎ শক্তির এক অপূর্ব নান্দনিকতায় নেমে আসে ঢল,
অসংখ্য নক্ষত্রপুঞ্জের অস্তিত্ব - মৃত নয়,
তবুও মৃত্যুর আকাঙ্ক্ষায় বিনাশের পথেই অগ্রসর;
সেখানে তখন দিন, রাত্রি, সময়, কাল, মহাকাল
কোথায় সব? কেইবা হিসেব নিকেশ করে
নিকষ কালো আধারের গূঢ়তার ভার!
তবুও সেই সব নক্ষত্রেরা, যারা আজ মৃত্যুগামী পথে সামিল,
অপর এক মৃত নক্ষত্রের দিকে;
ফিরবে একদিন তাকে নিয়ে তার চিরপ্রশান্তি ঘটিয়ে,
তার কৃষ্ণরূপ আলোকিত করে,
আরেকটা জন্মের জন্য, শুধুমাত্র রূপভেদের বিন্যাস ঘটিয়ে,
হয়তোবা একটা শ্বেতগহ্বরের রূপে।