আজ যখন পৃথিবী মৃত্যুর মুখ থেকে নিজেকে বাঁচানোর প্রয়াসে নেমেছে
সমগ্র বিশ্বব্যাপি মানুষের মত্যু মিছিলের লাইন
আবারও ছুটে যায় আগের মতোই মন্দির মসজিদ গীর্জার দরজায়
পুনরায় নিজের কথাই স্মরণ করে।

করোনার কামড়ে ক্লান্ত যখন মানুষ
মন্দির মসজিদ প্রাঙ্গণ থেকে দাঁড়িয়ে দেখছে বন্ধ দরজার অন্ধকার রূপ
পৃথিবীর কাছে নিজেকে নগ্ন করে দাঁড়িয়ে আছে
প্রার্থনার রূপে নয় অসহায় দিকভ্রষ্ট নাবিকের মতো।

আজ শহরের মাস্তুলে নেই চমৎকার রোশনী
সেখানে পাশাপাশি দুটো শকুন মৃত্যু মিছিলের দিকে তাঁকিয়ে
কোনো ব্যস্ততা নেই তাদের শ্যেন দৃষ্টিতে
এখন মসজিদে সেজদার প্রাঙ্গণ কড়া রোদে পুড়ে চড়চড় হচ্ছে
দূর থেকে ভেসে আসে আজানের শব্দ
করোনার করাল গ্রাসে বেমানান লাগে সব সন্ধ্যা আরতি
যেসব ফুল বেলপাতার স্থান ছিল দেবতার পদতলে
তারা আজ অজানা ব্রাত্য পড়ে আছে ব্রিটেন ইতালি ফ্রান্স আমেরিকার মৃত মানুষের হৃদয়ের মতো।