ভাষা তোমার ভাষা আমার ভাষাকে যায়না কেনা,
ভাষা আমার নেশা ভাষা আমার পেশা,
ভাষা আমার-তোমার বন্ধুত্বের সেতু,
ভাষা আমার শিক্ষা ভাষা আমার বন্ধু,
ভাষা আমার দেশ ভাষা আমার গৌরব,
ভাষা আমার মাতৃত্ব ভাষা আমার বোল,
ভাষা আমার পিতৃত্ব ভাষা আমার অহংকার,
ভাষা আমার আদর্শ ভাষা আমার অধিকার,
ভাষা আমার প্রাত্যহিক সূর্য ভাষা আমার উত্থান,
ভাষা আমার গান ভাষা আমার আনন্দের জোয়ার,
ভাষা আমার জন্মে ভাষা আমার মৃত্যুতে,
ভাষা আমার বেদনা ভাষা আমার ভালবাসা,
ভাষা আমার উপহার ভাষা আমার মা,
ভাষা আমার মাতৃ-বন্দনা ভাষা আমার সংস্কৃতি,
ভাষা আমার চেতনা ভাষা আমার আন্দোলন,
ভাষা আমার স্বাধীনতা ভাষা আমার একুশে ফেব্রুয়ারি,
ভাষা আমার মায়ের স্বপ্ন, আকাঙ্ক্ষা, ভালোবাসা;
ভাষা আমার আবেগের প্রকাশ ভাষা আমার অন্তর-আত্মার বিকাশ;
ভাষা আমার শরীরের আন্দোলন ভাষা আমার একুশে ফেব্রুয়ারির শহীদের প্রাণ,
ভাষা আমার ভায়ের রক্ত, সমাজ ও দেশের বাঁধন,
ভাষা আমার স্বতন্ত্রতা ভাষা আমার দেশ-গঠন,
ভাষা আমার বাংলা আমার মাতৃভাষা তাঁকে মায়ের মতো ভালোবাসি।