অন্য পৃথিবী
আমার কবিতার মধ্যে তুমি নড়েচড়ে বস, বাবা।
তোমার শব্দবাণী কথামালা হয়ে কবিতায় ঘুরে-ফেরে,
তোমার সে কথা বেদ-বাক্য হয়ে প্রশ্ন করে
কী ঠিক বলেছিলাম কিনা কবিতা লিখলে যে
যখন-তখন অন্য একটা পৃথিবী থেকে
মন করলেই ঘুরে আসা যায় !
তার নোনা স্বাদ মিষ্টতা অম্লতা পুরোপুরি না হয়
খানিকটা টক-ঝাল-মিষ্টি এসব মিলিয়ে নেওয়া যায়
অন্যদের স্বাদের সাথে।
পুরোটা জীবন শুধুমাত্র একজনকে সঙ্গী করে
তাকে ভালোবেসে একঘেয়ে জীবন হয়ে যায়,
বড্ড বেশি তাকে জোর করে বেঁধে রাখা যেন অক্সিজেনবিহীন,
তারপর বিশুদ্ধ বাতাসের খোঁজে হাবুডুবু খাওয়া,
কোন রকমে বেঁচে থাকা যেমনটি সবাই থাকে।
সকলের সাথে নিজেকেও একই দিকে একত্র ভাসিয়ে দেওয়া
এর থেকে ভালো মাঝেমধ্যে কবিতা লেখা
অন্য পৃথিবী ঘুরে দেখা, ভালো থাকা।