স্বপ্ন সন্ধিতে
গগনের নিভিয়ে
আসা আবছা আলোর বন্দীতে
যখন আলতো হাতের হলুদ ছোয়া লাগে।
সেই রূপ যেনো মনের কোথাও গেঁথে থাকে।
সহস্য জন্মের সময় পেরিয়েছে
তাই আজ জন্ম তোমার!
হলুদ মাখা রূপে
মুগ্ধ আজ এই পৃথিবী
যদিও জানে সে
হাজারো জন্মের
মিলিত ক্ষুদ্র ক্ষুদ্র তার রূপকার!