ও সখি
----------

প্রযুক্তির পথে আমি বাঁচতে চাই
তোমার জীবনের অপেক্ষায় রহিতে চাই তোমারি সনে
আমি পথিক তোমাকে খুজি অন্তরে সে গভীরের জনে!
অসুখী আমি ভুলে যাও না আমায়!
তোমাকে আমি পাব সে ক্লান্ত মনের দৃষ্টি আমার নাই।
অন্ধকারে হাত বাড়িয়েছি পেতে চাই যে তোমায়!
নদীর ধারে বসে আছো বাতাসের হালকা ছোঁয়ায়।

ঘটাল কালো ছায়ার সেই ঝর্ণাধারার চুলে আমি আছি।
সেই পথে তোমাকে কি পাবার আমার ভুল?
নদীর জল পেরিয়ে আমি আসবো আবার
সঞ্চিতার ফেলে আশা আওয়াজে আমি যাব পাহাড়ের সেই চূড়ায়।
যেখানে নেমে আসা নদীর বালুর চুড়ার গরম উষ্ণ বাতাসে পায়ের আলত ছাপে তোমায় খুঁজবো আমি!

বুকের যন্ত্রনায় আমি কি আরও জ্বলবো?
অতীতের কালো নিকষ কোণে দেখেছিলুম তোমায়!
যদিও ফিরে এসে বুকের গগনের অন্তরে খুঁজেছিলুম তোমায়!
বাশির সুর আমি শুনেছি আজও কানে
তোমায় ভালোবেসে আমি দিব তোমারি প্রাণে।
ও সখি তোমারি ছায়ায় আমি জুড়েছি আজ।
আমার এই মন
ঠোঁটের হালকা আলত চুম্বন!
জড়িয়ে ধরেছি তোমায়।

আবেগ ও আবেগ
তোমার সুখ
তুমি মারছো না কেন আমায়!
সুখী স্থানে হে পথিক
নিবারণের কাছে জড়িয়ে রেখেছ কেন হায়!
আমি নিবারণ
থাকবে না এ জীবন,
ছোট্ট আলো তুমি
আমি তোমার পাশে হারিয়ে তবুও ভুলবো না এই ভূমী।

ও সখি তোমার নরম গায়ে
লাল আলতা রাঙা পায়ে  আমি তোমারি হয়েছি  চিরকাল।
আমি তোমারি হয়েছি চিরকাল....আমি তোমারি হয়েছি চিরকাল