ও দাদা শুনছো,
দু টাকা কেজির আড়ালে
তুমি কি এত গুনছো?
ও দাদা তুমি কি শুনছো?
নিবারণ এর ঝুলন্ত দড়ি
আর ঘরের কিছু পুড়ন্ত ভাঙ্গা চুঁড়ি
সেটাও নাকি তোমরা গুনছো!
ও দাদা শুনছো

তোমার ভুঁড়ির ওজন টা তো বেশ!
তাই তাঁর নিচে চাপা পরছে কত যে কালোর সপ্নের রেশ।
চাপা পড়েছে হাজারো সপ্নের ছাদ।
তাই তাঁরা আজও হাসছে,
আর  দুলছে কাপুরুষের লাশ।
তাই আবারো বলছি,
"ও দাদা শুনছো
দু টাকা কেজির আড়ালে
তুমি কি এত গুনছো?"