নিনাদ
---------------

নেপথ্যের দরজায়
চোখের অন্তিম আভার শেষ পর্যায়
দাঁড়িয়ে আছি  আমি অনন্তকাল।
ব্যাবধান শুধু ঐ দরজা। ওই পাড়ে চলছে, কিছু রঙ্গ মঞ্চের তিক্ত অনুভূতি নেওয়ার,  পরিচিতি কালো লোকের তুমুল চর্চা। তারা টানছে আমায়! যেনো অমাবস্যার রাতে নিশির মরণ টান। যেনো অভিমন্যুর মনে শত্রু বিনাশের অন্তিম স্থান।
তারা মড়কের কালো চাদরে চক্রাকারে বাঁধছে আমায় ! নরকের ফুটন্ত তেলে হাসিমুখে ঝলসানোর অতি সরল উপায় খুঁজে পেয়েছে বলে "কি" তাই?
আমি জানি আমি বাধ্য নয়। ভাগ্যের জড়ানো গন্ডিতে ফাঁসিতে ঝোলার আমার সাধ্য নয়। তবু কেন ব্যর্থ আমি? ঝড়ো বিচ্ছিন্ন স্বপ্নের হাওয়াই ক্লান্ত "কি" আমি?
কেউ কেনো বলছে না আমায়? "লোচণের অশ্রুভরা বাপের ওই কালো মুখ তোর কি মনে নাই?...
তাই ভুলে গেলি কি এতক্ষনে? তুইও তো কেঁদে ছিলিস অসহায় বাপের করুন ঐ আওয়াজ শুনে"।..

গর্জে উঠতে হবে আমায়, সহস্র  নিনাদে নেপথ্যের  দরজায়। বারংবার হুংকার ছুঁড়ে ক্ষনিকের অমৃতের গন্ডিতে না জুড়ে বিদায় বলতে হবে তবু ভাই....তবু ভাই....তবু ভাই