খুঁজি বলি তাকে এখন মন বলে তার
কথা গেলে তুমি এখন বলে যাও আর।
পথ ভুলি আমি চলি দশটার পরে
হাতে ঘড়ি, ঘুম চলে নিশির ও তরে।
ক্ষণে ক্ষণে পথেরও নিশি,
বাতাসের ডাকে উঠে আমারে জনে
ঘুম ভেঙ্গে উঠে দেখি শ্মশানের বনে।
দেখি আমি পাথরের ঢেউ,
উঠে সেথা হতে তুমি।
হরি হরি রবি তবে পবন ও রমি।
চলো যায় ঘর তবে সেথা পথ ভুলে আমি।
শ্মশানের পথ ধরে যত চলি
হাতছানি দিয়ে ডাকো তুমি!
সত্যিই কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর!
দক্ষিণের শ্মশানের পথিক তখন,
দিশাহারা আমি।
রুপের ঝলক দেখে যান যায়
কিন্তু তখনো হারায়নি ভূমি।
যেদিন ধরিছিলে অতীতের প্রেমে তুমি
তারে দিলে কি?
তুমি সাজো মৃত আর
মুখে দিলে ঘী।
তুমি এখনও অনেক দূরে,
যা সময়ের বেঁড়ি দ্বার
শুধু একটু কথা শুনো
হয়ত বার্থ পথিক যাবে না আর।
প্রেম বলেছিলে তাই
জীবন শেষের কাছে তুমি গেলে হায়!
তাই সময় বেরিয়েছে অনেক তবু বন্ধনে আছো তুমি,
রথির হে রত্ন বলি ছেড়ে দাও ভূমি।
আমায় ধরতে তারও হাত চলে
পূর্বের সেই জন্ম তলে।
দেবতার ছলে বলে
শ্মশানের বট তলে।
নিশিরেও
ডাকে তুমি ভুলাইলে আমায়
তুমি গেলে চলে তারে
বলে মুক্তির জামায়।
হয়েছি তাই ভূত আজ
জীবন দিয়েছি দাঁতে
তাই বাচিতে হবে সাথে
শ্মশানের পুরনো বট গাছটাতে!