মানবতা
------------

প্রগতির গতিতে দাঁড়িয়ে আছে মানবতা।
কিন্তু অস্তিত্বের প্রগতিতে নিশ্চুপ নীরবতা।
মানুষ অমানুষ হচ্ছে দিনকে-দিন
অস্তিত্বের মানবতা হাসছে খিলখিল চিবিয়ে খাচ্ছে তামাক
ফেলছে বুকে ওই দাগ,
জানে চিরতরে না ঘুচে
সাপের কুন্ডলী মত জড়িয়ে ধরবে
চরিত্রে লাগা কুলাঙ্গারের সেই ছাপ।
এখনোও খেলছে মানুষ ছলনার সাথে
তাও দাঁড়িয়েছে প্রগতির ইতিহাসে।
হাসছে অস্তিত্ব, দিয়ে ধর্মের দোহাই  "কত করছো তুমি তোমার জীবনের সফলতার ভ্রমর  ব্যক্তিত্ব,
শুয়ে আছো চুপ করে আজ
কিন্তু তোমার মনের ভিতরে অন্তিম গভীরতাই
কত না কুটিলতার শত অঙ্কিত কালো কাজ"।

জীবনটা অনেক গভীর
ওই গভীরের শুদ্ধ জল আজ হয়েছে কালো।
ওই জলের আজ বাষ্প হয়না।
হয় শুধু বিষাক্ত গ্যাসের তীব্র আলো।
অতীতের বহু কাজে তুমি ধরেছো সবার হাত
হয়তো বহুযুগের অনন্তকালে তুমি ধরবে আবারো ছিন্নের সাথ।
তুমি বাড়বে আরও বাড়বে
আর ক্ষণে ক্ষণে গন্ডির পথ ছাড়বে।
দোহাই তোমার অন্তিম ক্ষণে
যদি বাড়ে মানবতার হাত।
ওই হাতে যেন না থাকে তেল
পিছলে যাওয়ার আকণ্ঠ মিথ্যার
অন্তিম গন্ডি যেন খুঁজে না পাই কোনো সোহেল।

দীর্ঘ প্রতীক্ষায় অবিরত তুমি
আমি জানি মানবতা ফেরাতে ব্যর্থ আমি।
সৃষ্টির রচনাতে যা অন্তিম সত্য
সে মানবতার স্কন্ধে আজ লেগেছে নেপথ্য।
তবে এই মানবতার পূর্ণ বিনাশ নাই
তাই দেখতে শত দূরবীনের শক্ত মোটা কাঁচ চাই।
তবে দুঃখ এটাই মানবতা আজ অন্তিম পর্যায়।
তার বিনাশ নাই, কিন্তু সে
ঝুলছে আজ কারুকার্যের সূক্ষ্ম সুতায়........


  ----- দীপক -----