আজ আকাশের দিকে তাকিয়ে ছিলাম।
নীল আকাশের বুকে কালো সাদা মেঘের ঘন ঘন রূপের পরিবর্তন চোখের কোনায় তরলের ক্ষীণ উষ্ণতার অনুভব করতে পারছিলাম।
মনের মধ্যে আবেগের যেন একটা ঢেউ বয়ছিল।
কিছু ফেলে আশা অতীতের সপ্ন কিছু আগামী কালের মানসিক চাপে তোলপাড় হচ্ছিল মন।
তাই দুই চোখ বন্ধ করে শীতল বাতাসের স্পর্শ অনুভব করছিলাম গায়ে।
মনটা কুঁকড়ে কুঁকড়ে কেঁদে উঠেছিল তোমার জন্য!
"মা" তোমার স্পর্শহীন হাতের অভাবে আজ কাঁদছে আমার মন!
কোলের আঁচলে মুখ গুঁজে আর ডাকবো না আমি এখন!
স্বপ্নের হয়তো শেষ নাই অতীতের কাছে এখনো দেখি তোমায়!
অদূর পথিকের মতো দিক ভ্রান্ত আজ
নিবারণের দুর্গম পথের "মা গো" তুমি করে দাও তারই পথের সাজ!