লাশ কাটা ঘরে
----------------------
গভীর রাতে ঘুম ভাঙ্গে হঠাৎ।
বুকে বড় কষ্ট হয়,তবু মজুরি দিয়ে আবার ঘুমিয়ে পড়ি
তোমাকে স্বপ্নে পাওয়া আশায়!
আজ আমি নিজের অস্তিত্বের কাছে হেরেছি লড়াই।
অসুখ হয়েছে আমার।
আজ আমি ক্লান্ত
কপালে তোমার হাতের ছোঁয়ার জন্য
হয়তো আমি পরিশ্রান্ত।
জীবনের কয়দিনের মানুষের ভিঁড়ে ফেরাতে চাইনা তোমায়!
তাই শুয়ে আছি লাশকাটা ঘরে তোমারি অন্তিম অপেক্ষায়!
ও বন্ধু " এক বার ফিরে এসো, ফিরে এসো উষ্ণ জ্যোতির ছোঁয়ায়,
শেষ বারের মত জড়িয়ে ধরো আমায়"।
মৃত্যুর দুয়ারেও আমি যে পাচ্ছি তোমারি ঘ্রাণ।
স্বপ্নের আঙ্গিনায়,সময়ে রথে
পারি দিয়ে
তোমারি বুকে,
করেছি হাজারও স্নান।
তুমি আমার বন্ধু
তুমি ছিলে জীবনের প্রাণ
তোমাকে পেয়ে আমি একদিন হয়েছিলাম
পৃথিবীর শেষের অন্তিম বসন্তের কোকিলের গান।
সেই দিন তোমায় করেছিলাম চুম্বন
ঠোঁটের রসের আয়তনে হয়েছিলাম"তোমার বুকের আলিঙ্গন"।
একি তারা চিরছে কেন আমার বুক?
ফুরন্ত অপেক্ষার আগেই
তবে কি হবো আমি লাশের স্তুপ?
মরণের আগের মুহূর্তে আমি যে হয়েছিলাম রুপেরও ফাগুন।
তাইতো খেয়েছিলাম বিষ
শরীরে দিইনি আগুন।
কিন্তু আজ লাশকাটা ঘরে আবার হবো আমি শ্রীহীন
তাই আবারো থাকবো আমি
চিরতরে তোমারি নজরের কালো হীন.......