কথাই কথাই ভাবছি তোমায়!
তাই লিখব গান কি করে?
জোছনায় তোমার হাতটি ধরে,
রাখবো বুকে ভরে।
সঙ্গে দেবো নৌকায় পাড়ি
থাকবে না গো মাঝি,
জোনাকির দলকে ডেকে
বসবো পাশে তোমারি।
চাঁদু মামা মুচকি হাসছে দেখো
লিখছে সেও কি গান?
কথাই কথাই ভাবি তোমায়!
এটাই কি প্রেমের উপাখ্যান?
ঠান্ডা বাতাস হঠাৎ বইছে কেন?
লাগছে কি নেশা প্রেমের?
দুই বুকের ওই ধড় পড়ানি
বাড়ছে কি আরও ওদের?
জোনাকির দলটা হঠাৎ চুপ কেন?
শান্ত কেন ওরা।
চাঁদু মামা হঠাৎ গোলাপী কেন?
জোছনায় আজ তার রং যে ভরা!
কথাই কথাই আজ ভাবছি আমি
এবার ছাড়বো নাকি তাদের একা।
দুই চোখে তাদের প্রেমের নেশা
ভাস্তে দেব তাদের একা...