খুব চেনা লাগছে তোমায়!
------------------------------------

খুব চেনা লাগছে তোমায়!
চোখের অপলক দৃষ্টির টুকরো তারার ক্রন্দনে, হালকা বাতাস যেন বয়ে যায়।
বয়ে  যায় যেন সেই নরম অনুভূতি যা প্রথম প্রেমের হাজার গোলাপের গন্ধ ছড়ায়।
খুব চেনা লাগছে তোমায়!

হয়ত বেসেছিলাম ভালো  কোনো এক অতীতের ধোঁয়াশার জানালায়।
রঙ্গমঞ্চের জটিল আবরণে
সেইদিন তোমাকে গুটিয়ে নিতে,হয়তো আমি পারি নাই।
পারি নাই হয়তো দুহাতে ছিনিয়ে,
কপালে তৃপ্তির চুম্বনের স্পর্শ করিয়ে
কাছে টেনে জড়িয়ে ধরতে  তোমায়।
খুব চেনা লাগছে তোমায়!

সময়ের গণ্ডিতে পা দিয়েছি আমি
নিজের চক্ষুর আড়ালে
পরিবর্তনের স্রোতে ভেসেছি আমি।
কিন্তু,
অতীতের কিছু কথা স্মরণ এর তরে
এখনো সুপ্ত প্রেমের কোথাও যেন প্রদীপ জ্বলে।
অতীতের ঝড়ে নিভেনি তা তখনও
টলমলে শিখায় জ্বলছে তা এখনও।
জাগাতে চায়ছে আমায়।
এখনো সে চোখের নরম পাতায়
"মন" তৃপ্তির চুম্বন করতে যেনো চাই।
হয়তো তাই,
খুব চেনা লাগছে তোমায়!