বসে আছি আমি জানালার ধারে,তবুও মন কেনো অতীতের ঐ কষ্টের আন্ধারে?।
নিংড়ে নিচ্ছে তারা আমায়, প্রতিমুহূর্তেই যেনো এখন আমি অসহায়। আমি বেশ্যা বলে "কি" তাই।
আমার বুকের উপরে তাদের হিংস্র মুখ, তাদের চোখে আমাকে নিংরে নেওয়ার এক পরম তিপতির সুখ।
যতই না ছটপট করছি আমি এই বেড়াজালে ,ততই ধসে যাচ্ছি ঐ অন্ধকারের পাতালে। তিপতির প্রতি নিঃশ্বাসে তাদের, ঝড়ে পড়ছে আমার তিক্ত নোনা জল, ক্ষনিকের সুখের আচ্ছাদনে আবিষ্ট অতীতের সেই স্রাপের।
তাই ভুলতে পারি না সেই পাপের কারন, অতীতের এক সন্ধ্যায় করতে গিয়ে ক্ষিপ্ত পেটের ক্ষুদার নিবারণ - উড়ে নেয়াছিলাম আমি নিজেই যে বেশ্যার আবরণ!
আজ সেই ক্ষনিকের সুখের আচ্ছাদন, আবিষ্ট হয়ছে এখন, বিশিষ্ট মুনির দেওয়া স্রাপের মতন.....
ভাবছি আমি,কি ভাবছো তোমরা, মুখে তীক্ত হাসি হেসে বলছো নোংরা।
আসছে পশ্ন শতশত, ভাবছো তোমরা নিজের মতো। শতশত পথ থাকতে উপায় কেনো আমি বেছে নিলাম বেশ্যার কামায়?
উত্তর দেবো মুচকি হেসে? না থাক, পরের জন্মে তুমি এলে না হয় অনাথ কন্যা বেসে.....