ব্যর্থ জীবন
- দীপক কুম্ভকার


সপ্ন তুই সেই নিবারণের বই
যে হাজার রাত কাটে গাঁথিতে মই।
বলেছিল নিবারণ একরাত সঙ্গে
ঢেঁউ কাটবে একদিন পুরনো পথীক এর অঙ্গে।
ভেবো না তুমি, কথা আছে অনেক
হয়ত বলার সময় নাই!

এই ব্যর্থ জীবন! তুই কি বেরোবি এখন?
হতে চাই, কিছু হবে!
দেখলেই ধন তার, চুপ করে সে রবে।
যারা বলেছিল তুচ্ছ আমি
জানি ব্যর্থ পথে বসে আছি,
কিন্তু খুব দূরে নয়!
হ্যাঁ, তবে সমস্যা "আমাকে একটু সময় দিতেই হয়"।

একদিন আমি আসবো ফিরে
কলমের জোরে
বলবো "সেই দিনটা ছিল আমার চেনা"।
ব্যর্থ সময় হয়ত ক্ষনিকের যন্ত্রনা।
সত্য জীবনের গুপ্ত মন্ত্রণা।
সংগ্রামী হয়ে চলবো পথে
দশের হাত জানি মিলবে রথে।
সপ্ন দেখো তুমি স্বপ্নের কাছে
আমি বিশ্বাস করি বাস্তব টাতে।