মানুষ রচনা করেছ আমায়
এই কঠিন সত্যির অস্তিত্বের বাঁচানোর পথ যে আমার কাছে নাই।
ডুবছে দিন ডুবছে রাত
হচ্ছে নিরাশার মরচে শক্ত
পড়ছে যৌবন" মরচে ধরার মতো"।

পরিবারের অস্তিত্বের লড়াইয়ে
আমি যে হয়েছি বীর।
তাই কঠিনের কাছে আজও আমি গড়নের নতশির।
তিক্ত হাসি অনেক হেসেছি রাতদুপুরে
"পুরুষ হয়েছ তুমি তাই যেন কাঁদবেনা ভুলে!"
বলতে শুনেছি নারীজাতির কষ্টের অন্ত নাই।
হেসে বলি আমি "ওহে বন্ধু একটু দাড়াও।
তোমাকে পরিবারের সেই সন্তানের পরিচয় টা  করিয়ে পাঠায়"।

খুব সহজেই বলা যায় পুরুষের চোখে আসতে না জল।
কিন্তু যখন সেই জলের ফোঁটা বয় ভেবে নাও তুমি
যেন বন্যার আটকানো বাঁধের হয়েছে শত টুকরো ক্ষয়।

দেহে ব্যথা অনেক, পরিশ্রান্ত খুব মন
তাও এই জীবনের কাছে প্রতিমুহূর্ত হচ্ছি শোষণ।
তবু যে আমরা হারি না
নিজের পরিস্থিতির আড়ালে সহানুভূতির ঝান্ডা গাড়ি না।

আজ যেন প্রাণ খুলে বলতে ইচ্ছা করছে আমায়। মানবজাতির লিঙ্গের আড়ালে আমি কোন পরিচয় করি নাই।
আমি জানি জীবনের সবার আছে কষ্ট, দুঃখ-বেদনা।
কিন্তু তার আড়ালে তুমি ঝরবে সারা জীবন
আর হাত দিয়ে তুলবে বেদানা।

পরিস্থিতির আড়ালে কেউ লুকাতে পারবেনা
জীবনভর যদি এগোতে হয়
তাকে
  হবে তাকে
উপড়ে ফেলে রতি পুড়তে হবে তাকে.....

------ দীপক ------