তোমার মাঝে আমার বাস
আমার মাঝে তুমি,
তোমার আমার ভালোবাসা যেন
পরশ পাথর চুমি।

আলোক ধারায় ঝর্না তলায়
মধুময় হলো সব,
এত মধুর ভালোবাসায় মুগ্ধ সবই
করছে কলরব।

আকাশ থেকে ঝরে পুষ্প বৃষ্টি
নয়নাভিরাম,
অনন্তকাল থাকবো পাশে
দুই দেহ এক প্রাণ।

জন্ম মৃত্যু বিয়ে হয়
স্রষ্টার ইশারায়,
ভালোবাসাই  অমরত্ব লাভ
দুই দিনের দুনিয়ায়।

মরতেই হবে একদিন ভবে
কিন্তু, একটা মনের আশ,
তাঁহার আগেই যেনো আমি মরি
ভগবান পুরাও মনস্কাম।