এক যে আছে রসিক রাজা
যখন যাহা পায়,
এদিক ওদিক চায়না তো সে
পেট ভরে সে খায়।
মনটা সদায় পুলকিত থাকে
মুখে, খাবার তালিম তাঁর,
সূর্যোদয়ের প্রহর গুনে
কখন রাতটা হবে পার।
এটা খাবো ঐটা খাবো
ঝাল পেলে সে খুশি,
রান্নাবান্না একাই করবে
হোক, সকাল সাঁজ বা নিশি।
সারা গ্রামের সুনাম খ্যাত
রাঁধুনির জুড়ি মেলা ভার,
সবাই তাঁকে মান্য করে
রান্না, বড়ই চমৎকার।
দিন চলে যায় বছর পুরায়
বেড়ে চলে তাঁর ভুঁড়ি,
বনভোজন আড্ডায়, বাড়ির রান্নায়
নেইকো তাঁহার জুড়ি।
মসলা পাতির ব্যবহার কমাতে
বন্ধুরা করে বারণ,
ঠোঁটের কোণে কথা ভেবে
উড়িয়ে দিতো তখন!
এখন ! কিন্তু বিধিবাম
খাবার প্লেটের তরকারিতে শাক সবজি প্রধান।
নানান রোগে জর্জরিত
তাহার দেহ মন,
ডাক্তার দিলো সবজি আর পানি
একমাত্র সম্বল।
খাবার দাবারে বাচ পড়েছে
তাতে কি আছে !
খাবার পাগল রসিক রাজা
খেয়েই চলেছে!