মন, সাধন ভজন করনা এখন
গায়ে থাকতে বল,
তোর, সম্বল যখন হবে লাঠি
হারাবিরে সঙ্গের সাথী
করবি কি তখন।
বুড়ো হলে করবি সাধন
সেতো মিছে ভাবনা,
পরোপারের ডাক পড়বে কখন
কারো কি আছেরে জানা,
ভক্ত সঙ্গে হরি কথায়
ভেজা চোখের জল।
চোখের আলো কমে যাবে
কেমনে পড়বি গীতা,
সন্তানদের অবহেলায় জ্বলবি
জীবন্ত মৃত চিতা,
তখন, শ্যাম রাখবি না কুল রাখবি তুই
চোখে শ্রাবণ ঢল।
সৎ গুরু সঙ্গ নিয়ে
ভজ হরি মন,
অজ্ঞানতা দূরে যাবে
পাবি কৃষ্ণ প্রেম ধন,
তাই সময় থাকতে করনা হিসাব
বলনা হরি বল।