ভাঙবো কিন্তু মচকাবো না
-- দীপক চক্রবর্তী দীপ

নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে
প্রয়োজনে জীবন বলি দেবো,
ভাঙবো কিন্তু মচকাবো না।

দেশের স্বাধীনতা রক্ষায়
সংগ্রাম করে যাবো,
ভাঙবো কিন্তু মচকাবো না।

বহিঃ শত্রুর হাত থেকে দেশ রক্ষায়
বুক চিরে দিবো
ভাঙবো কিন্তু মচকাবো না।

আপন কর্মে সততা বজায় রাখবো
না হোক কোনো প্রমোশন,
ভাঙবো কিন্তু মচকাবো না।

নিজ অধিকার রক্ষায়
আন্দোলনের ডাক দিবো
ভাঙবো কিন্তু মচকাবো না।

কথা দিয়ে কথা রাখতে চেষ্টা করবো
আসুক যতই ঝড় বাদল,
ভাঙবো কিন্তু মচকাবো না।

খাঁটি সরিষার তেল দিয়ে
মালিশ থেকে বিরত থাকবো
ভাঙবো কিন্তু মচকাবো না।

সুন্দরী রমণীর লালসা থেকে
নিজের যৌনতা লুকিয়ে রাখবো
ভাঙবো কিন্তু মচকাবো না।

আপন ধর্মের স্বার্থে
জীবন বিলিয়ে দিবো,
ভাঙবো কিন্তু মচকাবো না।

প্রলোভনের স্বীকার হয়ে
ঘুষ থেকে নিজেকে সামলে রাখবো,
ভাঙবো কিন্তু মচকাবো না।

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা
নিজেকে রাখবো মাদক মুক্ত ,
ভাঙবো কিন্তু মচকাবো না।

সত্য ভালোবাসায় পাহাড়সম
কষ্ট স্বীকার করবো
ভাঙবো কিন্তু মচকাবো না।

মানবতার জন্য, জীবন হোক পূর্ন
সেই শিক্ষায় দীক্ষিত হবো,
ভাঙবো প্রয়োজনে মচকাবো।