ভালোবাসার মধুরতা দিয়ে
যদি! ঢেলে দাও বিষ;
এই বুক চিরে দিব
দুহাত বাড়িয়ে দিব
বলবো!
দাও আর এক সিরিঞ্জ!!
তুমি শুধু নয় আমার ভালোবাসা
হৃদয়ের গহীনের লালিত স্বপ্ন,
হাজারো হতাশার মাঝে
খুঁজে পাওয়া মণি মানিক্য রত্ন।
অস্থিরতায় নীরবতায় যখন
দেহের কোষগুলি যায় থেমে;
তোমার সাহসে শক্তি যোগায় দেহে
পাহাড়সম চিন্তা, মাথা থেকে যায় নেমে।
হাজার লোকের বাহারি কথায়
জ্বলবো না গোলবোনা আর মোমের মতো,
পাচে লোকে নানান কথা কয়
জীবনতো একটাই ! সাজাবো নিজের মত।
দুষ্ট লোকের ভালোবাসা
অন্তরের বিষ ! মুখে হাসা
কাজ করিয়ে নেওয়ার ফন্দি, আপন স্বভাব।
নিজের বিশ্বাসে !
প্রতিটি নিঃশ্বাসে !
ভালোবেসে ঠকে যাওয়া ও লাভ!